ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্পিনারদের দাপটে জয় দেখছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
স্পিনারদের দাপটে জয় দেখছে ইংল্যান্ড স্পিনারদের দাপটে জয় দেখছে ইংল্যান্ড-ছবি: সংগৃহীত

নিজেদের মাঠে ফের হারের মুখে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন আরও ৭৫ রান। হাতে আছে আর মাত্র ৩ উইকেট। অপরপ্রান্তে স্পিনারদের দাপটে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড।

গলে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারের পর ক্যান্ডিতে চলতে থাকা দ্বিতীয় টেস্টেও হারের মুখে স্বাগতিকরা। তৃতীয় দিন ৩৮ রানে ৩ উইকেট নিয়ে দিন শেষ করা শ্রীলঙ্কা ওপেনার দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটে ভালোই এগোতে থাকে।

হাফসেঞ্চুরি পূর্ণ করা করুনারত্নে ৫৭ রান করে ফিরে যাওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে পড়তে থাকে লঙ্কানদের উইকেট।

১৩৭ বলে ৮৮ রানে ম্যাথুস, ৯৫ বলে ৩৭ রানে রোশেন সিলভা ও ১১ বলে ২ রান করে ফেরেন দিলরুয়ান পেরেরা। দিন শেষে ৩০ বল খেলে ২৭ রানে অপরাজিত আছেন নিরোশান দিকভেলা।

লঙ্কানদের ৭ উইকেটই তুলে নেন ইংলিশ স্পিনাররা। একাই ৪ উইকেট নেন জ্যাক লিচ। দুই উইকেট নেন মঈন আলী ও একটি নেন আদিল রশিদ।

এর আগে তৃতীয় দিন ৩০১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। শুরুটা মোটেই ভালো হয়নি। মাত্র ৩৮ রানেই তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে খাবি খেতে থাকে। তবে ম্যাথুস ও করুনারত্নে অনেকটাই সামলে নেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।