সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার অন্তর্ভুক্তির বিষয়টি জানায় বিসিবি।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০১৮-১৯ মৌসুম শেষে সেরা রান সংগ্রাহক হন ঢাকা মেট্রোর টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম অনীক।
তবে অনীক মনে করছেন, প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সই তাকে টাইগার সেরা ১৪-তে জায়গা করে দিয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে দারুণ আত্মবিশ্বাসী অনীক ৭২ রানের ইনিংস খেলেন।
চট্টগ্রাম থেকে মুঠোফোনে বাংলানিউজকে উচ্ছ্বসিত অনীক বলেন, ‘এনসিএলে পারফর্ম করেছি বলেই দলে জায়গা পেয়েছি বিষয়টি এমন না। প্রস্তুতি ম্যাচটিকে বেশি গুরুত্ব দিয়েছি। এখানে ভালো খেললে ভালো কিছু হবে ভেবেছি। এছাড়া আগের কিছুই চিন্তা করিনি। এ ম্যাচটিকে সিরিয়াসলি নিয়েছিলাম। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চেষ্টা করবো। সবসময় যেমন খেলে এসেছি ওভাবেই দেয়ার চেষ্টা করবো। ’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ ১৪ সদস্যের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এইচএল/এমকেএম/এমজেএফ