ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সিরিজে ক্যারিবীয়দের কোচ নিক পোথাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
বাংলাদেশ সিরিজে ক্যারিবীয়দের কোচ নিক পোথাস নিক পোথাস-ছবি: সংগৃহীত

স্টুয়ার্ট ল চলে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অন্তবর্তীকালীন হেড কোচ করা হলো নিক পোথাসকে। ইতোমধ্যে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসা দলটির দায়িত্ব তিনি এখান থেকেই পাচ্ছেন।

গত সেপ্টেম্বরেই ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের কোচ হিসেবে চুক্তি করেন ল। আর সর্বশেষ ক্যারিবীয়দের ভারত সিরিজে তিনি ইতি টানেন।

যেখানে ২০১৭ সালে তিনি উইন্ডিজদের দায়িত্ব নিয়েছিলেন।

দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা পোথাস বাংলাদেশ সফরে ভালো করবেন বলে আশা করছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এ প্রসঙ্গে বোর্ডের পরিচালক জিমি অ্যাডামস বলেন, ‘নিক দলকে দারুণভাবে পথ দেখাবে এবং আমরা আশাকরি তার অধীনে ইতিবাচক সাফল্য আসবে। ’

এদিকে পোথাস বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হেড কোচ হতে পেরে সম্মানীত বোধ করছি। বাংলাদেশ সিরিজটি চ্যালেঞ্জিং হবে। তবে আমরা ভালো করার ব্যাপারে আশাবাদী। ’

আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্টের মধ্যদিয়ে সফর শুরু করবে ক্যারিবীয়রা।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।