শনিবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড দলীয় ৩ রানে কোনো উইকেট না হারিয়ে মাঠ ছাড়ে। এর আগে প্রথম ইনিংসে তারা ৩৩৬ রান করেছিল।
লঙ্কান ইনিংসের ৩১ রানে প্রথম উইকেট হারায় তারা। দানুশকা গুনাথিলাকাকে ব্যক্তিগত ১৮ রানে ফেরান জ্যাক লিচ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৪২ রানের পার্টনারশিপ গড়ে ভালো কিছুর সম্ভাবনা জাগান।
কিন্তু করুনারত্নেকে ৮৩ ও ডি সিলভাকে ৭৩ রানে রশিদ ফেরালে ধস নামে লঙ্কান শিবিরে। কুশাল মেন্ডিস (২৭) ও শেষ দিকে পুষ্পাকুমারা (১৩) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
রশিদ ৪৯ রানে পাঁচ উইকেট দখল করেন। তিন উইকেট পান বেন স্টোকস। লিচ নেন একটি উইকেট।
এর আগে ৩১২ রানে ৭ উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিন বাকি তিন উইকেটে আর মাত্র ২৪ রান যোগ করতে পারে। রশিদ ২১ রানে অপরাজিত থাকেন। লক্ষণ সান্দাকান পাঁচ উইকেট দখল করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৮
এমএমএস