ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলের ম্যাচে সাব্বিরের হাফসেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
বিসিএলের ম্যাচে সাব্বিরের হাফসেঞ্চুরি সাব্বির রহমান। ছবি: সংগৃহীত

মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচটিতে ফলাফল আসলেও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যকার অপর ম্যাচটি ড্র হয়।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চল-পূর্বাঞ্চলের ম্যাচটি চারদিনে গড়িয়েও ড্র হয়। ম্যাচের চতুর্থ ও শেষ দিন উত্তরাঞ্চল ৪ উইকেটে ২৭০ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

তৃতীয় দিনের ৭ উইকেটে ৩৭০ রান নিয়ে চতুর্থ দিন মাঠে নামে পূর্বাঞ্চল। সেখান থেকে ৪৪৩ রানে প্রথম ইনিংসে অলআউট হয় তারা। ফরহাদ রেজা করেন সর্বোচ্চ ৮৫ রান। এছাড়া এনামুল হক জুনিয়রের ব্যাট থেকে আসে ৫১ রান।

৩টি করে উইকেট নেন উত্তরাঞ্চলের এবাদত হোসেন ও সানজামুল ইসলাম।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রান উৎসবে মাতেন উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা। ওপেনার মিজানুর রহমান ২২ রানে আউট হয়ে ফিরলেও ফরহাদ হোসেন সেঞ্চুরি পূর্ণ করেন। এছাড়া হাফসেঞ্চুরি পান জুনায়েদ সিদ্দিকী (৫১) ও জাতীয় দলে সাময়িক নিষিদ্ধ সাব্বির রহমান (৫৬)। ড্র মেনে নেওয়ার আগে ফরহাদ ১০৩ রানে অপরাজিত থাকেন।

এদিকে অপর ম্যাচে দক্ষিণাঞ্চলকে ৭৭ রানে হারায় মধ্যাঞ্চল।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।