হাতে ৬ উইকেট নিয়ে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসকে ভালোই সঙ্গ দেন লক্ষণ সান্দাকান। রান তেমন না করতে পারলেও উইকেটে টিকে থাকেন অনেকক্ষণ।
রোশন সিলভাকে সঙ্গে নিয়ে বেশ খানিকটা সময় চেস্টা করেন মেন্ডিস। তবে ১২৯ বলে ৮৬ রানে তিনি ফিরে গেলে আর কেউই তেমন দাঁড়াতে পারেননি। টিকে থাকার এই লড়াইয়ে ৮টি চার ও একটি ছক্কা হাঁকান এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসাম্যান। তার যাওয়ার পর হাফসেঞ্চুরি করেন সিলভাও। আর ৪২ রানে অপরাজির থাকেন মিলিন্দা পুষ্পাকুমারা।
ইংল্যান্ডের স্পিনাররাই গুঁড়িয়ে দেন লঙ্কান শিবির। চারটি করে উইকেট নেন মঈন আলী ও লিচ। আরেকটি উইকেট পান বেন স্টোকস।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চমবারের মতো কোনো সিরিজে স্পিনাররা ১০০ উইকেট পূর্ণ করলো। তবে তিন ম্যাচের সিরিজে এবারই প্রথম হল এই রেকর্ড।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমকেএম/এমএমএস