এই জয়েই ক্যারিবিয়ানদের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের গৌরব লাভ করেছে লাল সবুজের দল।
কিন্তু তারপরেও যেন কিছুতেই নিশ্চিন্ত নন টাইগার টেস্ট দলপতি সাকিব আল হাসান এবং স্বস্তিও মিলছে না তার।
সাকিব ভাল করেই জানেন ব্যাটে বলে ক্রেইগ ব্র্যাটওয়েট, শেই হোপ, কাইরন পাওয়েল, সুনীল অ্যামব্রিস, শিমরন হেটমায়ার, কেমার রোচ, দেব্রেন্দ্র বিশু, রোস্টন চেজরা যে কোনো সময়ই ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখেন।
তাই হয়তো মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিষয়টিকে এড়িয়ে যেতে পারেননি।
সাকিব বলেন ‘ওদের ছোট করে দেখার কিছু নেই। আমি নিশ্চিত যে ওরা আরও শক্তিশালী হয়ে ফেরার চেস্টা করবে। আমাদের আরও ভাল প্রস্তুতি নিতে হবে এবং আরো ভাল পারফর্ম করতে হবে। চিটাগংয়ের চাইতেও ভাল পারফর্ম করতে হবে। ওদের কোয়ালিটি বোলার আছে যারা আমাদের বিপদে ফেলতে পারে। আমাদের আসলে ওই ধরনের প্রস্তুতি রাখতে হবে। ’
আগামী ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে। প্রথম ম্যাচে সফরকারীদের ৬৪ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক শিবির।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস