তবে স্বস্তির খবর হলো এই চোট তেমন গুরুতর নয়। এমনটাই নিশ্চিন্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
বাংলানিউজকে দেবাশিষ বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা তাকে বিশ্রাম দিয়েছি। এরপর এক্সরে করে দেখে নিশ্চিত হবো। তবে ধারণা চোট তেমন গুরুতর নয়। তবু শেষ মুহূর্ত পর্যন্তই আমরা দেখব। ’
৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়ঃ ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমকেএম