সম্প্রতি শেষ হওয়া তিনটি টেস্ট শেষে র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। চট্টগ্রামে ৬৪ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
প্রথম ইনিংসে ১২০ রানের দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা হয়েছিলেন মুমিনুল। যার পুরস্কার হিসেবে ১১ ধাপ এগিয়ে ২৪তমস্থানে চলে যান তিনি।
অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ১৮ উইকেট পাওয়া স্পিনার তাইজুল ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে ৭টি উইকেট তুলে নেন। ফলে ৬ ধাপ এগিয়ে ২১তমস্থানে জায়গা করে নেন। মুমিনুল এগিয়ে গেলেও ব্যাটিংয়ে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান পিছিয়েছেন। তিন ধাপ পিছিয়ে ২১ নম্বরে আছেন মিস্টার ডিপেন্ডেবল। আর চার ধাপ পিছিয়ে ২৮ নম্বর অবস্থানে আছেন অলরাউন্ডার সাকিব।
তবে বোলিংয়ে উন্নতি ঠিকই হয়েছে সাকিবের। এক ধাপ এগিয়ে ২০ নম্বর অবস্থানে আছেন তিনি। আর যথারীতি ধরে রেখেছেন অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান।
এদিকে তৃতীয় টেস্ট খেলতে না পারা জেমস অ্যান্ডারসনকে হটিয়ে বোলিংয়ে শীর্ষস্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। আর দুবাই টেস্টে মোট ১৪ উইকেট পাওয়া পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ ৯ ধাপ এগিয়ে ১০তম স্থানে চলে এসেছেন।
ব্যাটিং র্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থানেই আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৮
এমএমএস