চোটাক্রান্ত ইমরুলের বদলি হিসেবে ঢাকা টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হল সাদমান ইসলামের। আর অভিষেকেই ফিফটি করে ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিলেন।
ব্যাট ততটা আগ্রাসী ছিলো না। বলে বলে হুঙ্কার ছাড়েনি। আবার ছেড়েও কথা বলেনি। ঠিক যখন যে শট খেলা প্রয়োজন তাই খেললেন। উইকেট বিলিয়ে দেয়ার প্রবনতাও দেখা যায়নি এতটুকুও। শুক্রবার (৩০ নভেম্বব) টস জিতে ওপেনিংয়ে নেমে মধ্যাহ্ন বিরতির পরেও তার ব্যাট ছিলো দারুণ সপ্রতিভ। ক্লান্তি নেই, শ্রান্তি নেই। যেন টেস্ট ক্রিকেটের জন্যই জন্মেছেন সাদমান।
ওপেনিং পার্টনার সৌম্য সরকার ফিরে গেছেন সকালেই মাত্র ১৯ রানে, রোস্টন চেজের বলে শাই হোপের শিকার হয়ে। কিন্তু সাদমানের ব্যাট থামেনি। লাঞ্চের ঠিক একবল আগে রোচের শিকার হয়ে ২৯ রানে মুমিনুলও থেমে গেছেন। কিন্তু চলছেন সাদমান।
ভীষণ ডিফেন্সিভ তিনি। সেটাই তো দরকার। এতদিন যা খুঁজে আসছিল লাল-সবুজের টিম ম্যানজমেন্ট। বলের লেংথে গিয়ে পা ও ব্যাট নিয়ে কোন ঝুঁকি ছাড়াই ১৪৭ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি।
যেখানে চারের মার ছিলো ৪টি। ৬-এর মার এখনো দেখা যায়নি। তার ব্যাটে ভর করে বাংলাদেশ এখন পর্যন্ত করেছে ২ উইকেট হারিয়ে ১১৭ রান।
বাংলাদেশ সময়ঃ ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এইচএল/এমকেএম