ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্রুততম ২০০ উইকেটের মালিক ইয়াসির শাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
দ্রুততম ২০০ উইকেটের মালিক ইয়াসির শাহ ইয়াসির শাহ-ছবি: সংগৃহীত

রেকর্ডটা আগের ইনিংসেই হয়ে যেতো। কিন্তু ২ উইকেটের জন্য হয়নি। কিন্তু কিউইদের পরের ইনিংসে রেকর্ডটা নিজের করে নিতে মোটেও ভুল হলো না। ৮২ বছর ধরে যে রেকর্ড অক্ষুণ্ণ ছিল, সেই টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড এখন পাকিস্তানের চ্যাম্পিয়ন লেগ-স্পিনার ইয়াসির শাহ’র দখলে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আবুধাবীতে টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ইয়াসির। এই রেকর্ড গড়তে তাকে খেলতে হয়েছ ৩৩ টেস্ট।

তার আগের রেকর্ডের মালিক সাবেক অজি লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেটের লেগেছিল ৩৬ টেস্ট।  

দ্রুততম সময়ে ২০০ টেস্ট উইকেট দখলকারী বোলারের তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন (৩৭ ইনিংস)। চতুর্থ স্থানে থাকা অজি পেস গ্রেট ডেনিস লিলি আর পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের পেস গ্রেট ওয়াকার ইউনিসের এই মাইলফলক ছুঁতে লেগেছিল ৩৮ ইনিংস।

২৭ উইকেট নিয়ে চলতি টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারিও ইয়াসির শাহ। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এমনিতেই বেশ সফল তিনি। এখানকার শুষ্ক পিচে এই নিয়ে ২৩.৯৭ গড়ে ১১৪ উইকেট দখল করেছেন এই ৩২ বছর বয়সী স্পিন তারকা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।