সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে স্টেইন, কাগিসো রাবাদা ও ডুয়ানে অলিভিয়েরাদের তোপে পড়ে তারা।
ক্যারিয়ার সেরা বোলিং করেন অলিভিয়েরা। ১৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন তিনি। রাবাদা পান ৩টি উইকেট। তবে একটি উইকেট পেলেও দারুণ এক রেকর্ডের মালিক হন স্টেইন। শন পোলককে হটিয়ে ৪২২টি টেস্ট ক্যারিয়ার উইকেট নিয়ে দ.আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকরাও অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে। বৃষ্টির কারণে অবশ্য খেলা হয় আর মাত্র ৩৬ ওভার। দাপট দেখান পাক বোলার মোহাম্মদ আমির, হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি। আমির ও আফ্রিদি ২টি উইকেট নিয়েছেন। হাসানের শিকার একটি।
তেম্বা বাভুমা ৩৮ রানে অপরাজিত আছেন। অপর ব্যাটসম্যান স্টেইন ১৩ রানে হার না মেনে মাঠ ছাড়েন।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১৮
এমএমএস