ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরের জন্য দুঃখিত তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
সাব্বিরের জন্য দুঃখিত তাসকিন তাসকিন আহমেদ। ফাইল ছবি: বাংলানিউজ

নিজেও পেয়েছেন ৪ উইকেট। অপরদিকে সিলেট সিক্সার্স সতীর্থ সাব্বির রহমানের ব্যাটেও অনেকদিন পর আসে রান। মাত্র ৫১ বলে ৮৫ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন সাব্বির। তবুও দল পায়নি জয়। রংপুর রাইডার্স তিন বল হাতে রেখেই ৪ উইকেটে জিতে যায়। নিজের জন্য বা দলের জন্য নয় এই হারে ব্যক্তিগতভাবে সাব্বিরের জন্যই বেশি দুঃখিত ডানহাতি ফাস্ট বোলার তাসকিন।

ম্যাচ শেষে নিজের এমন হতাশা চেপে রাখেননি স্পিডস্টার তাসকিন। সাব্বিরের এমন রানে ফেরা বাংলাদেশ ক্রিকেটের জন্যই দারুণ কিছু কিন্তু সিলেটের হারে একটু হলেও সাব্বিরের এই ইনিংস আলোচনার বাইরে চলে গেছে।

দুইশত’র কাছাকাছি দলীয় সংগ্রহ নিয়েও হারের অভিজ্ঞতার থেকেও সাব্বিরের জন্য বেশি খারাপ লাগা নিয়ে তাসকিন বলেন, ‘ব্যক্তিগতভাবে আজকে আমার ম্যাচ হারার পর খুবই খারাপ লাগছে, জিতলে হয়ত সাব্বির ম্যাচ সেরা হতো। আমি আসলে খুবই কষ্ট পেয়েছি। ওর জন্য হলেও জেতা উচিত ছিল। ’

মেহেদী হাসান রানার করা এক ওভারে ১৯ রানই ম্যাচের রূপ পাল্টে দেয়। সিলেটের এই বোলার ৪ ওভারে ৫৭ রান দেন। এই রানে বিপিএলে এক ম্যাচে খরুচে বোলিংয়ের রেকর্ডে নাম লেখান তিনি। এর আগে চলতি আসরেই সিলেটের পেসার আল-আমিন হোসেন মিরপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫৭ রান দিয়েছিলেন।

তবে ২২ বছর বয়সী রানাকে হারের জন্য দায়ী করতে রাজি নন তাসকিন। বলেন ‘মেহেদী অনেক ভালো বোলার। ওর লাইফের দ্বিতীয় ম্যাচ বিপিএলে। ও এরআগে এমন অবস্থার সম্মুখীন হয়নি। একটু নার্ভাস তো ছিলই। কিছু এক্সিকিউশন ভুল করেছে। ’

‘এই লেভেলে টি-টোয়েন্টি ফরম্যাটে যাদের সাথে আমরা খেলি, আমাদের স্থানীয়দের মধ্যে সেরা খেলোয়াড়রাই খেলে। আর বিদেশিরা তো সবাই প্রমাণিত খেলোয়াড় থাকে। আসলে ডেথ ওভার বা পাওয়ার প্লে-তে ভুলের মার্জিনটা খুব কম থাকে। ১৯-২০ হলেই রান হয়। শুধু ও নয়, আমাদের সবার আজ একটু লুজ বল হয়েছে। সেটাতেই রান হয়েছে। আশা করি এই ভুল থেকে শিখবে, ভবিষ্যতে ভালো করবে। ’

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।