ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

মুশফিকদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
মুশফিকদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে মাশরাফিরা ব্যাটিংয়ে নেমেছে রংপুর-ছবি: বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩০তম ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। চিটাগংয়ের আমন্ত্রণে তাই শুরুতে ব্যাটিংয়ে নামছে রংপুর রাইডার্স।

শুক্রবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস।

দুই দলই কোয়ালিফায়ারে নজর রেখে মাঠে নামছে।

৭ ম্যাচের ৬টিতেই জিতে এরইমধ্যে সেই পথে এক পা দিয়েই রেখেছে শীর্ষে থাকা চিটাগং। অন্যদিকে চিটাগংয়ের এই জয়রথ থামাতে প্রস্তুত রংপুরও। মূলত এই ম্যাচটি হতে যাচ্ছে দুই সেরা দলের লড়াই।

এবি ডি ভিলিয়ার্স যোগ দেওয়ায় রংপুরের ব্যাটিং শক্তি অনেকটা বেড়ে গেছে। এছাড়া টপ অর্ডারে ক্রিস গেইল ও অ্যালেক্স হেলসও ফিরেছেন ফর্মে। আছেন রুশোর মতো ব্যাটসম্যান, যিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক (৩৫৯)।  

রংপুরের বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেই। এখন পর্যন্ত ১৩ উইকেট ঝুলিতে পুরেছেন দেশসেরা পেসার। নবম ম্যাচ খেলতে নামা ম্যাশের ইকোনমি রেটও দারুণ (৬.৬১)।

অন্যদিকে চট্টগ্রামের সেরা তারকা তাদের অধিনায়ক মুশফিকুর রহিম নিজেই। অষ্টম ম্যাচ খেলতে নামা এই ডানহাতি ব্যাটসম্যানের নামের পাশে আছে ২৭৭ রান, যা এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ। আবার বল হাতে সপ্তম ম্যাচ খেলতে নামা রোবি ফ্রাইলিঙ্কের ঝুলিতে আছে ১২ উইকেট। আরেক পেসার খালেদ আহমেদের ঝুলিতেও আছে ৭ ম্যাচে ১১ উইকেট।

রংপুর রাইডার্সের একাদশ
মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, শহিদুল ইসলাম।

চিটাগং ভাইকিংসের একাদশ
মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম (অধিনায়ক), সিকান্দর রাজা, মোসাদ্দেক হোসেন, রোবি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নজিবুল্লাহ জাদরান, রবিউল হক।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।