ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

‘শুরুটা ভালো হলে ম্যাচ জেতা অসম্ভব ছিল না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
‘শুরুটা ভালো হলে ম্যাচ জেতা অসম্ভব ছিল না’ সংবাদ সম্মেলনে কথা বলছেন ফজলে রাব্বি-ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ৬ ওভার শেষে ৩৫ রান। টি-টোয়েন্টিতে অবশ্যই বেমানান। সেটা ১৮১ তাড়া করতে নেমে হলে কথাই নেই। তবে একপাশ আগলে রেখে লড়াইয়ের চেষ্টা করেছেন ফজলে রাব্বি। ৪০ বলে ৫ চার ১ ছয়ে অর্ধশতক পূর্ণ করেন তিনি। কিন্তু খেলার ১৫তম ওভারে সিলেটের নওয়াজ তিন উইকেট তুলে নেওয়াতে হারের বৃত্তে ঢুকে যায় রাজশাহী কিংস।

শুক্রবার (২৫ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আক্ষেপ করে রাজশাহী কিংসের ফজলে রাব্বি বলেন, বিপিএল শুরুর পর থেকে এখনো কোনো ম্যাচে পাওয়ার প্লে কাজে লাগাতে পারিনি। আজকেও তেমনটা হয়েছে।

উইকেট ভালো ছিল। শুরুটা ভালো হলে ম্যাচ জেতা অসম্ভব ছিল না।

তিনি আরও বলেন, 'উইকেট হিসেবে ১৮০ রানের টার্গেট বেশি ছিল না। কিন্তু সবাই প্রতি বলে রানের জন্য খেলেছে। এজন্য দ্রুত উইকেট গেছে। তাই বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। '

‘সামনে কঠিন চ্যালেঞ্জ। এখনো চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ আছে, তবে একটু কঠিন হয়ে গেল। বাকি তিনটা ম্যাচের প্রতিটাতে জিততে হবে। ’

‘প্রয়োজনে দলে পরিবর্তন আনা হচ্ছে। এটার জন্য কম্বিনেশন খারাপ হওয়ার কথা না। সবার নিজ নিজ জায়গায় থেকে সেরাটা দিচ্ছে। ’

এর আগে চলতি বিপিএল চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী কিংস। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে সিলেট।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এসইউ/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।