ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

তিন দিনেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
তিন দিনেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ক্যারিবীয়দের ছবি: সংগৃহীত

বরাবরের মতোই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাজে টেস্ট সিরিজ প্রদর্শন করলো ইংল্যান্ড। যেখানে এক কথায় খর্ব শক্তির ক্যারিবীয়দের বিপক্ষে একেবারে ধসে পড়লো সফরকারীরা। দ্বিতীয় টেস্টে তিন দিনেই ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়ালো জো রুটের দল।

সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ১৮৭ ও ১৩২
ওয়েস্ট ইন্ডিজ: ৩০৬ ও ১৭/০ (২.১ ওভার, লক্ষ্য ১৪)

অ্যান্টিগায় মাত্র ১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার কার্লোস ব্র্যাথওয়েট (৫) ও জন ক্যাম্পবেলের (১১) অপরাজিত ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় উইন্ডিজদের।

এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৮৭ রানের জবাবে দ্বিতীয় দিন ৬ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৭২ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় দিন আরও ৩৪ রান যোগ করে তারা অলআউট হয়। ৩৩ রানে অপরাজিত থাকা ড্যারেন ব্রাভো হাফসেঞ্চুরি করে (৫০) বিদায় নেন।

স্টুয়ার্ট ব্রড ও স্যাম কুরান সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। এছাড়া জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস ২টি করে উইকেট লাভ করেন।

তবে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই কেমার রোচ ও জেসন হোল্ডারদের তোপে পড়ে। দলের কোনো ব্যাটসম্যানই ২৫ রানের ইনিংস খেলতে পারেননি।

রোচ ও হোল্ডার ৪টি করে উইকেট ভাগ করে নেন। আলজারি জোসেফ ২টি উইকেট পান।

দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রোচ।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।