ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং: স্টিভ রোডস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং: স্টিভ রোডস ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক অংশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক অংশ। মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান সহ ৮ জন ক্রিকেটার প্রথম ধাপে ঢাকা ছেড়েছেন।

এছাড়া প্রধান কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট দলের সাথে রয়েছেন। বুধবার (৬ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ঢাকা ছাড়েন তারা।

নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের কন্ডিশনের থেকে ভিন্ন। তাই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেই দেশ ছেড়েছেন। বিপিএলের ম্যাচ থাকায় দলে বাকি ক্রিকেটাররা আগামী ৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে যাবেন। স্টিভ রোডসদেশ ছাড়ার আগে বিমানবন্দের স্টিভ রোডস জানিয়েছেন কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করা কঠিন হলেও অসম্ভব কিছু নয়। তবে টেস্ট সিরিজটা কঠিন পরীক্ষায় পড়তে হবে। রোডস বলেন, ‘টেস্ট সিরিজটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে পারফর্ম করাটা কঠিন। ’

সাবিবর রহমানও মানছেন ব্যাটসম্যানদের জন্য সিরিজটা কঠিন হবে। তবে নিজের সেরাটা দিয়ে ভাল কিছু করার কথা জানান তিনি। সব্বির বলেন, ‘চেষ্টা করবো ভাল কিছু করার। এটা আমার জন্য দ্বিতীয় সুযোগ। দলের প্রয়োজনে যেকোন পজিশনে খেলতে চেষ্টা করবো। দুবাইয়ে ওদের সাথে খেলার অভিজ্ঞতা আছে। আশা করি কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভাল খেলতে পারবো। ’

বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা তাই বিশ্বকাপের আগে প্রস্তুতির ভাল সুযোগ পাচ্ছে টাইগারা। তবে প্রস্তুতি কেমন হবে তা সময়ই বলে দেবে।

আগামী ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।