ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকাকেই এগিয়ে রাখছেন কুমিল্লা কোচ সালাউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
ঢাকাকেই এগিয়ে রাখছেন কুমিল্লা কোচ সালাউদ্দিন কুমিল্লা কোচ সালাউদ্দিন। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: দল যতই শক্তিশালী হোক, ফাইনাল ম্যাচ মানেই অদৃশ্য এক চাপ। তার ওপর সমর্থকদের বাড়তি চাপতো আছেই। মাঠের যুদ্ধের স্নায়ু চাপ ক্রিকেটারদের জন্য কঠিন এক চ্যালেঞ্জ। বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলেরই বিপিএল ফাইনাল খেলা অভিজ্ঞতা রয়েছে। তবে ঢাকা জন্য বিপিএলটা সবসময়ই অন্যরকম। 

ছয় আসরে পাঁচ আসরেই ফাইনালে ঢাকা। অন্য দিকে মাত্র একবার ফাইনাল খেলার অভিজ্ঞতা কুমিল্লার।

সে ম্যাচেরও অনেকেই নেই এবার দলে। তাই কুমিল্লা ভিক্টোয়িান্সের কোচ সালাউদ্দিন ঢাকা ডায়মাইটসকে এগিয়ে রাখছেন।

বৃহস্পতিবার ফাইনালের আগে অনুশীলনে ঘাম ঝড়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। এভিন লুইস, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদির মতো অভিজ্ঞদের পাশাপাশি দেশীয় ক্রিকেটার সাইফউদ্দীন, মেহেদী হাসান, সঞ্জিত শাহার মতো তরুণ ক্রিকেটাররা দলে রয়েছেন। দলে আছেন অভিজ্ঞ তামিম ইকবাল-ইমরুল কায়েসের মতো ক্রিকেটার।  যারা সবাই রয়েছেন ছন্দে। তাই আত্মবিশ্বাসটা পেতেই পারে কুমিল্লা। তবুও অভিজ্ঞতার ভিত্তিতে ঢাকাকেই এগিয়ে রাখছেন সালাউদ্দিন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন বলেন,  ‘আপনি যতই বলেন চাপ নেবো না, সবকছিু ঠিক আছে। এটা কখনোই ঠিক থাকে না। মাঠে প্রবেশ করলেই সবকিছুই পরিবর্তন হয়ে যায়। ঢাকার অনেকগুলো ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। আমাদের নেই। ঢাকা জানে কিভাবে চাপ সামাল দিতে হয়। এখানেই তাদের সাথে আমাদের পার্থক্য। আমাদের দলের বেশিরভাগ খেলোযাড়ই তরুণ। তবে তাদের মাঠে যুদ্ধ করার মানসিকতা রয়েছে। ’

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে বিপিএলের ফাইনাল ম্যাচটি। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
আরএআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।