ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব ১৫ ম্যাচ খেলে ২৩টি উইকেট লাভ করেন।
আগের রেকর্ডে সাকিবের নাম থাকলেও তিনি সেটি যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার কেভোন কুপারের সঙ্গে ভাগাভাগি করে আসছিলেন।
বিপিএলের এবারের আসরেই আগের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন বাংলাদেশি আরও তিন পেসার। সিলেট সিক্সার্সের হয়ে তাসকিন আহমেদ ১২ ম্যাচে, রংপুর রাইডার্সের হয়ে মাশরাফি বিন মর্তুজা ১৪ ম্যাচে ও ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২২টি উইকেট দখল করেন রুবেল হোসেন।
কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালের এই ম্যাচে সাকিব এনামুল হককে এলবির ফাঁদে ফেলে আউট করেন। যদিও ৪ ওভারে এই একটি উইকেট নিয়েই বিপরীতে দেন ৪৫টি রান।
সাকিব আবার বিপিএলের সব আসর মিলিয়ে আগে থেকেই সর্বোচ্চ উইকেট শিকারি। এখন পর্যন্ত তিনি ৭৬ ম্যাচে ১০৬টি উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন। ৭৪ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে দ্বিতীয় মাশরাফি।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস