ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে শেষে এই জরিমানায় পড়েন তিনি। আইসিসির পক্ষ থেকে মাহমুদউল্লাহর ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে নেওয়া হবে।
আইসিসির নীতিমালার ২.২ এ বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ক্রিকেটার ক্রিকেট সরঞ্জাম বা কাপড়, মাঠের সরঞ্জাম বা কোনো ব্যানার নষ্ট করতে পারবে না। ’ আর এই ধারা ভঙ্গের অপরাধেই জরিমানা করা হয়েছে মাহমুদউল্লাহকে।
দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়ে ফেরার পথে হতাশায় মাঠের পাশে থাকা বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে আঘাত করেন মাহমুদউল্লাহ। এতে ক্ষতি হয় বাউন্ডারি লাইন। আর এ কারণেই জরিমানা গুনতে হচ্ছে তাকে।
এদিকে একই ম্যাচে স্লেজিং করার অপরাধে জরিমানা গুনতে হচ্ছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোলকেও। আইসিসি তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করে, পাশাপাশি তারও যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
দুই ক্রিকেটারই তাদের শাস্তি মেনে নেওয়ায় কোনো শুনানিতে যেতে হয়নি।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমকেএম/এমএমএস