ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে পাকিস্তানকে বয়কটের আহবান হরভজনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
বিশ্বকাপে পাকিস্তানকে বয়কটের আহবান হরভজনের হরভজন সিং-ছবি: সংগৃহীত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জের ধরে ফুঁসছে পুরো ভারত। এই তালিকায় আছেন ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক ক্রিকেট তারকা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে হরভজন সিং যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তা কিছুটা আলাদা। কোহলিবাহিনীর প্রতি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহবান জানিয়েছেন এই সাবেক ভারতীয় স্পিনার।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘আজ তক’কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, আগামী ১৬ জুনে অনুষ্ঠেয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি যদি বয়কট করে তবুও বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে ভারতের।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সিপিআরএফ জওয়ানদের উপর সন্ত্রাসী হামলায় প্রায় ৪৪ জন নিহত হন।

এছাড়া আহত হন প্রায় অর্ধশত। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মুহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে।

হরভজন বলেন, 'এটা কঠিন সময়। হামলার ঘটনা অবিশ্বাস্য এবং এটা খুবই অন্যায়। সরকারের উচিত শক্ত ব্যবস্থা নেওয়া। আর ক্রিকেটের ক্ষেত্রে, যতক্ষণ তারা আমাদের এভাবে দেখবে ততক্ষণ তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখাই উচিত হবে। '

এছাড়া দেশের সেনাদের প্রতি সম্মান দেখিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো খেলোয়াড়ি সম্পর্ক রাখার বিপক্ষে হরভজন, 'আমার মনে হয়না বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা উচিত। দেশ সবার আগে এবং আমরা সবাই আমাদের দেশের পাশে আছি। ক্রিকেট হোক কিংবা হকি বা অন্য কোনো খেলা, এটা একপাশে সরিয়ে রাখা উচিত। কারণ, এটা অনেক বড় বিষয় এবং আমাদের জওয়ানরা নিয়মিতই আক্রান্ত হচ্ছে। তাই তাদের সঙ্গে খেলার কোনো প্রয়োজন নেই। '

'পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্কই রাখা উচিত নয়। সারা বিশ্বকে দেখিয়ে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী আমরা। ক্রিকেট কিংবা কোনো খেলাই গুরুত্বপূর্ণ নয়। প্রতিরক্ষার জওয়ানদের পাশে আমরা প্রত্যেকেই আছি। তাদের জীবন উৎসর্গকে আমরা বৃথা যেতে দিতে পারিনা। '

শুধু তাই না, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিও এই সমস্যার দ্রুত সমাধানের আহবান জানিয়েছেন হরভজন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।