ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ক্রিকেট

গাপটিলকে থামালেন সাইফ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, ফেব্রুয়ারি ২০, ২০১৯
গাপটিলকে থামালেন সাইফ  উইকেট পেয়ে উচ্ছ্বাস

এবার আর সেঞ্চুরি পাওয়া হলো না মার্টিন গাপটিলের। আগের দুই ম্যাচে শতকের দেখা পাওয়া এই কিউই ওপেনারকে ব্যাক্তিগত ২৯ রানে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন।

১২তম ওভারের শেষ বলে তামিম ইকবালের ক্যাচে গাপটিলকে বিদায় করেন সাইফ।

পঞ্চম ওভারের প্রথম বলে কলিন মুনরোকে আউট করেন মাশরাফি।

৮ রান করা এই ওপেনার এলবিডব্লিউ হন।  

**শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৭।                 

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই সফরে প্রথম দুটি ম্যাচে হেরে সিরিজ পরাজয় হয়েছে বাংলাদেশের।

বুধবার (২০ ফেব্রুয়ারি) ডানেডিনে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়।

মোহাম্মদ মিঠুনের ইনজুরিতে এ ম্যাচে বাংলাদেশের হয়ে সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন।

অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। কেন উইলিয়ামসন, হেনরি ও আস্টলের বদলে দলে এসেছেন স্যান্টনার, মুনরো ও সাউদি।       

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।