আগের দুই ম্যাচে ৮ উইকেটে হার। তৃতীয় ও শেষ ম্যাচে ৮৮ রানে হেরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ।
‘যখন প্রথম দুই ম্যাচে হয়নি, তখনও শুধু আমি না, পুরো দলই ইতিবাচক ছিলো। কিন্তু আমরা মনে হয় ভিন্ন কিছু করতে গেছি। এই উইকেটে বল একটু বাউন্স, একটু সুইং থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে বেসিক জিনিসটা থাকা গুরুত্বপূর্ণ ছিলো, যা আমাদের ছিলো না। আগের দুটো ম্যাচে যা হয়েছে আজকের ম্যাচেও তাই হয়েছে। এমনটা কখনো হয়নি। একই রকম যাচ্ছে। এশিয়া কাপে বা ওয়েস্ট ইন্ডিজের সিরিজেও এমন হয়নি। ’
‘ওয়েস্ট ইন্ডিজেও তামিম রান পেয়েছে। এশিয়া কাপে আমরা সেটা পাইনি। এখানেও তেমন। আসলে এসব ভেবে তো লাভ নেই, ইতিবাচকই ভাবতে হবে এখান থেকেও। পরের টুর্নামেন্টের জন্য ২ মাস বাকি। এখান থেকেই আমাদের কোনো পথ খুঁজে বের করতে হবে। আয়ারল্যান্ডেও কাছাকাছি উইকেট হবে। সেখানে আরও ঘাস থাকবে। তাই আমাদের অবশ্যি সেখানে টিকে থাকার পথ বের করতে হবে। ’
‘বোলিংয়ে ৩৫তম ওভার পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু এরপর প্রয়োজনের মুহূর্তে আমরা উইকেট নিতে পারিনি। শেষদিকে ওরাও ভালো ব্যাট করেছে। বিশেষ করে নিশামের ব্যাটিংয়ের কারণে পিছিয়ে গেছি আমরা। আমরা খুবই হতাশ। এমন পারফরম্যান্সে ছেলেরা সবাই হতাশ। তবে সাব্বির দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে। আজকের ম্যাচে এটা আমাদের জন্য ইতিবাচক একটা প্রাপ্তি। ’
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এমকেএম