এমন এক ম্যাচ জিততে প্রতিপক্ষের লাগে মাত্র ৬ বল। যে ভারত ক্রিকেট বিশ্ব শাসন করছে, সেই ভারতেরই পন্ডিচেরির পালমেইরা ক্রিকেট গ্রাউন্ডে সিনিয়র নারী টি-টোয়েন্টি লিগে মিজোরাম বনাম মধ্য প্রদেশের মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা।
ম্যাচে মিজোরামের ৯টি ডাকে মোট রান হয় মাত্র ৯। ১০ উইকেটে জিততে মাত্র ৬ বল খরচ করেছে মধ্য প্রদেশ।
মিজোরামের হয়ে ম্যাচে একমাত্র রান করা ব্যাটসম্যান অপুর্ব ভার্দওয়াজ। তার ব্যাট থেকে ৬টি রান। যা করতে তিনি খেলেন ২৫টি বল। এই ৬ রানে আছে একটি চারের মার। অপূর্বর ৬ রান ছাড়া বাকি ৩টি রান আসে অতিরিক্ত খাত থেকে।
মধ্য প্রদেশের হয়ে বল হাতে একাই ৪ উইকেট তুলে নেন তারাঙ ঝা। ৪ ওভারের স্পেলে মোট ২৪টি বল করে মাত্র ১ রান দেন তিনি।
শুধু ব্যাটিংয়ে ভুতুড়ে বললে ভুল হবে। বোলিংয়েও একই অবস্থা মিজোরামের। ব্যাট হাতে সর্বোচ্চ ৬ রান করা ভার্দওয়াজ বল হাতে পাঁচ রানই দেন ওয়াইড। বাকি ৫ রান করতে ওই এক ওভারই লাগে মধ্য প্রদেশের।
চলতি টুর্নামেন্টে বুধবারের (২০ ফেব্রিয়ারি) ম্যাচে কেরালার বিপক্ষে ২৪ রানে অলআউট হয় মিজোরাম। সে ম্যাচেও ১০ উইকেটে হারে তারা।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এমকেএম