ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দিনটি আমার ছিলো: জাজাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
দিনটি আমার ছিলো: জাজাই হযরতউল্লাহ জাজাই। ছবি: সংগৃহীত

ভারতের দেরাদুনে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আয়ারল্যান্ড-আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচটি ছিলো টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বই ঢেলে সাজানো এক ম্যাচ। এদিন গড়া হয় টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড, দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, টি-টোয়েন্টিতে এক ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড, যেকোনো জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

যার হাত ধরে ওলট-পালট হয় রেকর্ড বই সে হযরতউল্লাহ জাজাই জানালেন, দিনটি তারই ছিলো। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে জাজাই বলেন, 'আমি আমার স্বাভাবিক খেলাই খেলার চেষ্টা করেছিলাম, দিনটি আমার ছিলো।

উইকেটটি ব্যাটিংয়ের জন্য অসাধারণ, বোলারও ভালো বল করার চেষ্টা করেছে কিন্তু দিনটি আমারই ছিলো। '

আফগান এই ওপেনার এদিন খেলেন টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ৬২ বলে অপরাজিত থাকেন ১৬২ রানে। খেলেন ১১টি চার ও ১৬টি ছক্কার মার। যা টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড।  উসমান গনিকে সঙ্গে নিয়ে ২৩৬ রানের ওপেনিং জুটি গড়েন জাজাই। টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটিও এটি।

জাজাইয়ের ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করে আফগানিস্তান। আফগানদের এই সংগ্রহটি টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ। শেষ পর্যন্ত ৮৪ রানের বিশাল জয় তুলে নেয় যুদ্ধ বিধ্বস্ত দেশটি। সে সাথে সিরিজে ২-০তে এগিয়ে যায় রশিদ-জাজাইরা।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।