যার হাত ধরে ওলট-পালট হয় রেকর্ড বই সে হযরতউল্লাহ জাজাই জানালেন, দিনটি তারই ছিলো। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে জাজাই বলেন, 'আমি আমার স্বাভাবিক খেলাই খেলার চেষ্টা করেছিলাম, দিনটি আমার ছিলো।
আফগান এই ওপেনার এদিন খেলেন টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ৬২ বলে অপরাজিত থাকেন ১৬২ রানে। খেলেন ১১টি চার ও ১৬টি ছক্কার মার। যা টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড। উসমান গনিকে সঙ্গে নিয়ে ২৩৬ রানের ওপেনিং জুটি গড়েন জাজাই। টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটিও এটি।
জাজাইয়ের ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করে আফগানিস্তান। আফগানদের এই সংগ্রহটি টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ। শেষ পর্যন্ত ৮৪ রানের বিশাল জয় তুলে নেয় যুদ্ধ বিধ্বস্ত দেশটি। সে সাথে সিরিজে ২-০তে এগিয়ে যায় রশিদ-জাজাইরা।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস