ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাঠে তামিমদের হাতে কালো ব্যাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
মাঠে তামিমদের হাতে কালো ব্যাজ তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

গেলো ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ৭০ জনের বেশি মানুষের মৃত্যুতে সে সময়ই শোক প্রকাশ করেন বাংলাদেশের ক্রিকেটাররা। এছাড়াও, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) চিরবিদায় নিলেন বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তিতুল্য কোচ সৈয়দ আলতাফ হোসেন। দুই শোক কাটিয়ে না উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেট। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) তাই কালো ব্যাজ পরে মাঠে নামলেন টাইগাররা।

চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে শিশুসহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। সে সময় মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তামিম ইকবালসহ অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন।

 

এরপর মঙ্গলবার রাতে ৮১ বছর বয়সে বাংলাদেশে ক্রিকেট কোচিংয়ের অগ্রদূত, জাতীয় দলের সাবেক কোচ, নারী ক্রিকেটের প্রতিষ্ঠাতা এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব সৈয়দ আলতাফ হোসেন চির বিদায় নেন। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেটে নেমে আসে শোকের ছায়া।

এই দুই শোক প্রকাশেই কালো ব্যাজে মাঠে নামে তামিম-রিয়াদরা।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।