আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের কথা মাথায় রেখেই নিয়মিত অধিনায়ক সরফরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমনটাই জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম উল হক।
আগামী ২২ মার্চ থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে ইনজামাম বলেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা যেন ক্লান্ত না হয়ে পড়েন, তাই সরফরাজসহ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। খেলোয়াড়দের টানা ক্রিকেট খেলা উচিত নয়। তাই কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। ’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আমাদের একটি উজ্জীবিত দল নিয়ে যাওয়া উচিত। শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট খেলোয়াড় নিয়েই আমরা বিশ্বকাপে যেতে চাই। ’
জানা যায়, ইনজুরিতে পড়া অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বদলি হিসেবে দলে আসতে পারেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমল।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমকেএম