ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘প্রথম’ সুযোগের সামনে শেখ জামাল-দোলেশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
‘প্রথম’ সুযোগের সামনে শেখ জামাল-দোলেশ্বর ট্রফি উন্মোচন। ছবি: শোয়েব মিথুন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং দুটি দলেরই একবার করে ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু শিরোপা উঁচিয়ে ধরার গৌরব অর্জন করতে পারেনি কেউই। সোমবার (০৪ মার্চ) ডিপিএলের টি-টোয়েন্টি লিগের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বর। দু’দলের জন্যই এটি প্রথমবার শিরোপা জয়ের হাতছানি।

মিরপুএ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দল দু’টি। বাংলাদেশের ক্রিকেট প্রেমিরা কোনো টিকেট ছাড়াই গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন এই ম্যাচ।

প্রথম শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে রোববার (০৩ মার্চ) মিরপুরে দুই দলের অধিনায়ক উন্মোচন করেন চ্যাম্পিয়ন ট্রফি। সেখানে শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘টি-টুয়েন্টিতে বড় দল ছোট দল নেই। যারা যেদিন ভালো খেলে তাদেরই জেতার সুযোগ বেশি থাকে। অবশ্যই ওরা ভালো দল। তবে আমরা যেভাবে খেলছি, অবশ্যই আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ। যদি আমরা পরিস্থিতি অনুযায়ী ভালো করতে পারি তাহলে ভালো ফলাফলই হবে। ’

ট্রফি উন্মোচন।  ছবি: শোয়েব মিথুন

ট্রফির পাশাপাশি এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ টাকা। আর রানার্সআপ দল পাবে ৩ লক্ষ।  

বাংলাদেশ সময়: ২০২0 ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।