ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টেও মুশফিককে নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
দ্বিতীয় টেস্টেও মুশফিককে নিয়ে শঙ্কা অনুশীলনে মুশফিক

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে বোলারদের ব্যর্থতায় বাজে হার বরণ করে বাংলাদেশ। তবে টাইগারদের প্রথম ইনিংসে এক তামিম ছাড়া অন্য কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। কিন্তু দলের সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম স্কোয়াডে থাকলেও চোটের কারণে খেলতে পারেননি। তিনি থাকলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারতো।

নিউজিল্যান্ড সফরের প্রথম থেকে পাঁজর ও কবজির চোটে রয়েছেন মুশফিক। ফলে খেলা হয়নি হ্যামিল্টনে।

আর এবার তো শোনা যাচ্ছে তার প্রিয় ভেন্যু ওয়েলিংটনের বেসিন রিজার্ভেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা। খুব শক্তভাবেই এই ব্যাপারটি জানিয়ে দিলেন কোচ স্টিভ রোডস।

বুধবার (০৬ মার্চ) অবশ্য নেটে ব্যাটিং করেন মুশফিক। তবে রোডস জানান, তার বৃদ্ধাঙ্গুল ও কবজির অবস্থা খুব একটা ভালো না। কোচ স্টিভ রোডসসাংবাদিকদের রোডস বলেন, ‘আজ ছিল তার সত্যিকারের অনুশীলন। আমরা টেনিস, রাবার ও ক্রিকেট বলে কাজ করেছি। যখন সে ক্রিকেট বলে শুরু করে, তখন তার লিগামেন্টের জায়গাতে অস্বস্তি হয়। আসল কথা দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে আমরা ভীষণভাবে সন্দিহান। তবে ভালো খবর হচ্ছে তৃতীয় টেস্টে তাকে ভালো ভাবেই পাওয়া যাবে। ’

এদিকে এই মুহূর্তে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান তামিমের অনুশীলন নিয়ে রোডস বলেন, ‘তামিম আজ হালকা অনুশীলন করেছে। তার কিছুটা আঘাত রয়েছে। তবে সে ভালো আছে। প্রথম টেস্টে সে অনেক ওভার ব্যাটিং করেছে আর দুইশ রানও করেছে। সে ঠিক আছে। ’

এর আগে গত সোমবার (৪ মার্চ) বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মুশফিক সম্পর্কে বলেছিলেন, ‘মুশফিকের সঙ্গে আজকেও (০৪ মার্চ) আমার কথা হয়েছে। সে জিমে গেছে, অনুশীলন করেছে। সে ভাল ফিল করছে। আমার মনে হয়েছে ও (মুশফিক) দ্বিতীয় টেস্টটা খেলবে। তবে আমি বলেছি তোমার একটুও সমস্যা থাকলে তুমি খেলবা না। তোমার ফিট থাকাটা জরুরি। তুমি যদি ভাল ফিল করো ফিজিওরা যদি ওকে বলে তবেই তুমি খেলবা। ’

আগামী ৮ মার্চ ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।