রেকর্ড গড়ার ম্যাচটিতে তার প্রতিপক্ষ দলে খেলা দুই তরুণ ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি ও সন্দ্বীপ লামিচানের বয়স যোগ করলেও মিসবাহ’র চেয়ে ৮ বছর কম। সাবেক পাকিস্তানি অধিনায়কের বয়স এখন ৪৪ বছর ২৮৪ দিন।
মিসবাহ যখন ক্রিজে নামেন তখন তার দল পেশোয়ার জালমি ২০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। দলের অমন বিপদের মুহূর্তে সাবেক উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন যা আবার টি-টোয়েন্টির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটি। তাদের অসাধারণ জুটিতে ভর করে অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে চলতি আসরের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে জালমি। মিসবাহ তার ৫৫ বলে ৫৯ রানের ইনিংসটি সাজিয়েছেন ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কায়।
সর্বশেষ ম্যাচটি মিসবাহ’র টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৬১তম ম্যাচ ছিল। টি-টোয়েন্টিতে তার সংগ্রহে আছে ৩৪৭৩ রান, গড় ৩৪.০৪ আর স্ট্রাইক রেট ১১৬.৫৪। এছাড়া টী-টোয়েন্টিতে তার নামের পাশে ১টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটিও আছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এমএইচএম