সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে ৫৭ ও ৮৮ রান তুলেছিলেন তামিম-শাদমান জুটি। আর এবার ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রান সংগ্রহ করেছে দুই ওপেনার।
এর আগে দক্ষিণ আফ্রিকান দুই ওপেনার গ্যারি কারস্টেন ও হার্শেল গিবসের কল্যাণে সর্বপ্রথম এই রেকর্ডটি হয়েছিল। ১৯৯৯ সালে উদ্বোধনী জুটিতে তারা টানা তিন ইনিংসে করেছিলেন ৭৬, ১২৭ ও ৭৩ রান।
এদিকে ১৯৬৪ সালে দক্ষিণ আফ্রিকার অন্য দুই ওপেনার এডি বার্লো এবং ট্রেভর গার্ভার্ড টানা চার ইনিংসে গড়েছিলেন ১১৭, ১১৭, ৯২ ও ১১৫ রানের জুটি। কিন্তু মাঝে এক ইনিংসে বার্লোর সঙ্গে ইনিংস শুরু করেছিলেন কলিন ব্লান্ড। যে কারণে ওপেনিং জুটিতে ফিফটির হ্যাটট্রিকে এটিকে বিবেচনা করা হয় না।
টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটির কাছ থেকে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি সবশেষ দেখা গেছে ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। তামিম ইকবাল ও সৌম্য সরকার মিলে ১১৮, ৬৭ ও ৯৫ রানের জুটি গড়েছিলেন।
এর আগে প্রথমবার ২০১০ সালের ইংল্যান্ড সফরে তামিম ও ইমরুল কায়েসের জুটিতে লর্ডসে এসেছিল ৮৮ ও ১৮৫ রান। ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ১২৬।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৯
এমএমএস