ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হ্যান্ডসকমের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
হ্যান্ডসকমের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয় ছবি: সংগৃহীত

আগের দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়েই ছিলো স্বাগতিক ভারত। তবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ জিতে সমতায় চলে এসেছে অস্ট্রেলিয়া। বড় স্কোরের ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি অজিদের। দলীয় তিন রানেই নেই এক উইকেট।

১২ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরেন আরেক ওপেনার উসমান খাজা ও পিটার হ্যান্ডসকম। দুজনের ১৯২ রানের জুটি অস্ট্রেলিয়াকে আবারও ম্যাচে ফেরায়। যদিও ৯১ রানে ফিরে যান খাজা।  

অপর প্রান্ত থেকে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন হ্যান্ডসকম। থামেন ১১৭ রানে। গ্লেন ম্যাক্সওয়েল ২৩ রানে ফিরলেও লড়াই চালিয়ে যান টারনার।

ভারতের হয়ে দুটি উইকেট নেন বুমরাহ। আর একটি করে নেন ভুবনেশ্বর কুমার, যুযবেন্দ্র চাহাল ও কুলদিপ জাদব।  

দাঁড়িয়ে ছিলেন সেঞ্চুরির হ্যাটট্রিকের সামনে। আগের দুই ম্যাচে সেঞ্চুরি পেলেও বিরাট কোহলি সেঞ্চুরি পেলেন না রোববারের (১০ মার্চ) ম্যাচে। তবে তাতে দলের রানের চাকা থেমে থাকেনি মোটেই। এদিন চন্ডিগড়ের পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ভারতীয় দলের বাকি ব্যাটসম্যানরা ঠিকই রানের ঝড় তুলেছেন।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের উপর এক প্রকার তান্ডব চালিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে নেমে ১৯৩ রানের জুটি। এর মধ্যে রোহিত শর্মা অবশ্য আউট হয়ে ফেরেন ৯৫ রানে।  

রোহিত ফিরে গেলেও ব্যাট থামেনি শেখর ধাওয়ানের। নিজের ১৬তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ১৪৩ রানে থামেন তিনি। মূলত এই জুটির ওপর দাঁড়িয়েই ভারত পাহাড় সমান স্কোর গড়তে সক্ষম হয়।

কোহলি মাত্র ৭ রানে ফিরলেও ঋষব পান্ত ৩৩, বিজয় শংকর ২৬ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। তবে শেষ দিকের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি। ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহালরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৩৫৮ রানে থামে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ক্যারিয়ারে প্রথম বারেরমত নেন ৫ উইকটে। এছাড়া জিয়ে রিচার্ডসন ৩ উইকেট ও একটি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।