এই কাটার মাস্টার দীর্ঘ চার বছরের বিরতির পর ফের দেশের ঐতিহ্যবাহী প্রিমিয়ার লিগে ফিরেছেন। চমক দিয়ে যার শুরু, এবারও হতাশ করেননি।
জবাবে ব্যাট করতে নামা গাজীর ইনিংসে হুমকি হয়ে দাঁড়ান মোস্তাফিজ একাই। প্রতিপক্ষের প্রথম ৩ উইকেট তিনিই দখল করেন। এ নিউজ খেলা পর্যন্ত গাজী ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০২ রান করেছে। বাকি একটি উইকেট পড়েছে রান আউটের মাধ্যমে।
মোস্তাফিজ এখন পর্যন্ত ৫ ওভারে এক মেডেনসহ ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন। এদিন নিজের প্রথম ওভার করতে এসেই দ্বিতীয় ও ষষ্ঠ বলে যথাক্রমে ওয়ালিউল করিম ও ইমরুল কায়েসকে তুলে নেন। পরে মেদেহী হাসানও তার শিকারে পরিণত হন।
এর আগে লিগে সর্বশেষ ২০১৪ সালে খেলেছিলেন মোস্তাফিজ। তবে গত চার বছর বিভিন্ন কারণে খেলা হয়নি তার। কখনো, জাতীয় দলের ব্যস্ত সূচি, কখনো আইপিএল খেলা বা কখনো ইনজুরি ভুগিয়েছে তাকে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০৮ এপ্রিল, ২০১৯
এমএমএস