রোববার (২১ এপ্রিল) হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক মাঠে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে বড় জয় পায় স্বাগতিকরা। ওয়েনিংয়ে নেমে ওয়ার্নার করেন ৬৭ রান করে আউট হয়ে ফিরলেও বেয়ারস্টো ৮০ রানে অপরাজিত থাকেন।
তৃতীয় উইকেটে তার সঙ্গে যোগ দেন কেন উইলিয়ামসন। তিনি ৮ রান করতেই দলের জয় নিশ্চিত হয়ে যায়।
কেকেআরের হয়ে একমাত্র উইকেটটি নেন পৃথ্বী রাজ।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয় কলকাতার। তবে ধারাবাহিকভাবেই উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার ক্রিস লিনের ৫১ রানই দলীয় সর্বোচ্চ। এছাড়া, আরেক ওপেনার সুনীল নারাইন ২৫, রিংকু সিং ৩০ ও আন্দ্রে রাসেল ১৫ রান করলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫৯ রান তুলতে পারে কলকাতা।
হায়দ্রাবাদের হয়ে তিন উইকেট নেন খলিল আহমেদ। এছাড়া দুটি নেন ভুবনেশ্বর কুমার ও একটি করে নেন সন্দিপ সর্মা ও রশিদ খান।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এমকেএম