মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে জিতলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণ নিয়ে নামে আবাহনী। তবে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা শেখ জামাল তানবীর হায়দারের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩১৭ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন সৌম্য ও জহুরুল ইসলাম। ৭৮ বলে ১০০ করে এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন সৌম্য। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে সমান ৮টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান এই হার্ডহিটার। অপর ব্যাটসম্যান জহুরুল ৭১ বলে ৬১ রানে উইকেটে আছেন। আর আবাহনী এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে বিনা উইকেটে ১৬৪ রান করেছে।
এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৯ বলে ১০৬ রান করেছিলেন সৌম্য।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল, ২০১৯
এমএমএস