নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল, ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দেন, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া আর কোনো দেশে সফরে যাবে না বাংলাদেশ। তারই প্রথম ধাপে আয়ারলান্ডের কাছে নিরাপত্তা পরিকল্পনা চায় বিসিবি। আর ক্রিকেট আয়ারল্যান্ডের নিরাপত্তা পরিকল্পনায় শেষ পর্যন্ত স্বস্তি প্রকাশ করলো বিসিবি।
আয়ারল্যান্ডের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা তাদের কাছে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছিলাম।
সেই হিসেবে তারা আমাদের প্রত্যাশা মতোই ভালো একটি নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে। টিম হোটেল থেকে ভেন্যু এবং ভেন্যু থেকে টিম হোটেলে যাওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সশস্ত্র পুলিশ থাকবে। দলের সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকা নিরাপত্তা কর্মকর্তারা কোনো হুমকি থাকলে স্থানীয় পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। সব মিলিয়ে তাদের নিরাপত্তা পরিকল্পনায় আমরা সন্তুষ্ট। ’
সাধারণত কোনো বিদেশি দল বাংলাদেশে খেলতে এলে বাংলাদেশের পক্ষ থেকে তাদের নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিমানবন্দর থেকে শুরু করে টিম হোটেল, সেখান থেকে ভেন্যু এবং ভেন্যু থেকে টিম হোটেল- পুরো পথই নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। এমনকি বিদেশি খেলোয়াড়দের মাঠের বাইরে ব্যক্তিগত কাজে গেলেও তাদের সঙ্গে নিরাপত্তাকর্মী থাকেন। বাংলাদেশ দলকে অনেকটা কাছাকাছি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিলে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ৫ মে আয়ারল্যান্ড উলভসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সিজিজের আনুষ্ঠানিকতা। এরপর ৭ মে থেকে শুরু হবে মূল সিরিজ।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমকেএম/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।