ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ বিশ্বকাপে মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
শেষ বিশ্বকাপে মাশরাফি মাশরাফি বিন মর্তুজা। ছবি: শোয়েব মিথুন

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফি বিন মর্তুজার। সেই থেকে আজ পর্যন্ত দেশের জন্য সর্বোচ্চ দিয়েই আলো ছড়িয়েছেন। বলা যায় তার অসামান্য অবদানের ফলেই ক্রিকেট বিশ্বে বাংলাদেশের নাম আপন মহিমায় জ্বলজ্বল করছে।

ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ খেলা মাশরাফির এবারই বিশ্বসেরা আসরের ইতি হবে। ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ সালের আসরেই পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে মাশরফির বিশ্বকাপ অধ্যায়।

২০০৩ থেকে ২০১৯ এর মধ্যে মাশরাফি তার চার নম্বর বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। মাঝে দেশের মাটিতে অনুষ্ঠিত ২০১১ সালের বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি।

সোমবার (২৯ এপ্রিল) অনুশীলন শেষে মাশরাফি জানান শেষ বিশ্বকাপকে নিয়ে আলাদা কিছু ভাবেননি তিনি।

মাশরাফি বলেন, ‘আলাদা করে তৈরি হওয়ার কিছু নেই। আলাদা করে নিজেকে তৈরি করাটাও একধরনের চাপ। আমার কাছে মনে হয় না আলাদা করে কিছু প্রস্তুতি নিয়েও আমি ওখানে কিছু করতে পারব! সেখানে খেলোয়াড় হিসেবেই পারর্ফম করার চেষ্টা করতে হবে। অবশ্যই অধিনায়কত্বটা সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হবে। আমার যে দায়িত্বগুলো আছে, সেগুলি ঠিকঠাক করার চেষ্টা করবো। ’

এবারে বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলতে হবে। তাই ঘুড়ে দাড়ানোর সুযোগও থাকবে। ফলে মাশরাফির প্রত্যাশা থাকবে সবাই যেন নিজেদের সেরাটা দিয়ে খেলে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, এপ্রিল ২৯, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।