একদিকে বল হাতে বাংলাদেশের বোলারদের দারুন ইকোনমি বোলিং যেমন চাপে রাখে উইন্ডিজদের অপরদিকে তামিম ইকবাল-সৌম্য সকারের শতরানের উদ্বোধনী জুটি এবং সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দারুন ফিনিশিংয়ে ভর করেই আসে ৮ উইকেটের বড় জয়। এমন পারফরম্যান্সের পরেও সন্তুষ্ট হতে রাজি নন টাইগার অধিনায়ক মাশরাফি।
ম্যাচপরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘ফাইনালে যেতে হলে আমাদের আরও ভালো এবং শক্তভাবে ক্রিকেট খেলতে হবে। তাই সামনের ম্যাচগুলোর দিকেই আপাতত তাকিয়ে আছি। ’
‘যেকোনো টুর্নামেন্টের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে হারের পর ছেলেরা আজকের শুরুটা অনেক ভালো করেছে। এতে পরের ম্যাচের জন্য ভালো অবস্থানে থাকবে দল। ’
বৃহস্পতিবার (৯ মে) স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এমকেএম