এমন অবস্থায় দেশটি সফরে বাংলাদেশ দল যাবে কিনা তাই নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোথাও সফরে যাবে না বলেই জানিয়ে দিয়েছে বোর্ড।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে বিসিবি। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না বিসিবি।
এরই মধ্যে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফর বাতিল করেছে শ্রীলঙ্কা। নিরাপত্তা নিশ্চিত না হলে কথা অনুযায়ী জুলাইয়ের ২৫, ২৭ ও ২৯ তারিখের বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডেও বাতিল হতে পারে।
নিজামউদ্দিন বলেন, ‘আমরা ওই ঘটনা নিয়ে বেশ উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রীলঙ্কা দূতাবাসে কথা বলবো। এছাড়া এ মাসের শেষের দিকে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গেও কথা বলবো। ’
এর আগে গেলো মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা থেকেও অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ দল। তারই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত না হলে আর কোনো দেশে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চলতি ত্রিদেশীয় সিরিজেও নিরাপত্তার ভিত্তিতেই আয়ারল্যান্ডে গেছেন মাশরাফি বিন মর্তুজারা।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এমকেএম/এমএমএস