ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হায়দ্রাবাদকে হারিয়ে কোয়ালিফায়ার পর্বে দিল্লি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, মে ৯, ২০১৯
হায়দ্রাবাদকে হারিয়ে কোয়ালিফায়ার পর্বে দিল্লি ম্যাচের একটি মুহূর্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোয়ালিফায়ার পর্বে জায়গা করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদকে ২ উইকেটে হারিয়েছে দিল্লি।

বিশাখাপত্তমে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬২ রান করে হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখে জয় নিশ্চিত করে দিল্লি।

১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন পৃথ্বী’শ ও শেখর ধাওয়ান। ১৭ রান করে আউট হন ধাওয়ান। তবে পৃথ্বী’শ অর্ধশতক তুলে ৩৮ বলে ৫৬ রান করে আউট হন।

হায়দ্রাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি কমে যায় দিল্লির। রিশভ পান্তের ২১ বলে ৪৯ রানে ঝড়ো ইনিংসের কল্যাণে ম্যাচে সমীকরণ সহজ হয়ে যায়। এরপর আর কোনো ব্যাটসম্যানই রানের দেখা পাননি। শেষ পর্যন্ত এক বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দিল্লি।  

হায়দ্রাবাদের ভুবনেশ্বর কুমার, খলীল আহমেদ ও রশিদ খান ২টি এবং দীপক হুদা ১টি উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করেতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দ্রাবাদ। কোনো ব্যাটসম্যানই ইনিংস বড় করতে পারেনি। মার্টিন গাপটিল ৩৬, মানিশ পান্ডে ৩০, কেন উইলিয়ামসন ২৮, বিজয় শংকর ২৫ ও মোহাম্মদ নবীর ২০ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬২ রান করে হায়দ্রাবাদ।  

দিল্লির কিমো পল ৩টি, ইশান্ত শর্মা ২টি এবং ট্রেন্ট বোল্ট ও অমিত মিশ্র ১টি করে উইকেটে নেন।

ম্যাচ সেরা হয়েছেন দিল্লির রিশভ পান্ত। আগামী ১০ মে ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ০৯, ২০১৯
আরএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।