ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (৯ মে) ডাবলিনে বাংলাদেশ সময় বেলা ৩-৪৫ মিনিটে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের কারণে পিচ ঢেকে রাখা হয়।
মাঝে একবার বন্ধ হলেও দুই দল টস করতে নামার আগেই ফের শুরু হয় বৃষ্টিপাত। আম্পায়াররা মাঠ পরিদর্শনে বের হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাধায় তাও সম্ভব হয়নি। এরপর প্রায় এক ঘণ্টা কেটে গেলেও বৃষ্টি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
পিচ আর বোলারদের রানিংয়ের জায়গা ঢাকা থাকলেও আউটফিল্ড এরইমধ্যে খেলার অনুপযুক্ত বলেই মনে হচ্ছে। আরও কিছুক্ষণ পরেই আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন।
আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আছে টাইগাররা। তবে কনকনে ঠান্ডা আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে নেওয়া এখনও পুরোপুরি সম্ভব হয়নি বাংলাদেশ দলের ক্রিকেটারদের।
ম্যাচে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন রুবেল হোসেন। মেঘাচ্ছন্ন থাকায় স্পিনারদের থেকে পেসাররাই বেশি কার্যকর হবে ভেবেই এই সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ/রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ(সম্ভাব্য): উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বলবিরনি, জর্জ ডকরিল, জস লিটেল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, বেরি ম্যাককার্থি, টিম মুরটাঘ, ক্যাভিন ওব্রেইন, বয়েড র্যাংকিন, পল স্টারলিং, স্টুয়ার্ট থমপসন, লরকান টাকার, গ্রে উইলস।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এমএইচএম