বিশ্বকাপের পরপরই (জুলাইয়ে) আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। তাই হাতে সময় রেখেই সে সিরিজের জন্য প্রস্তুত হতে চাইছে বিসিবি।
বর্তমানে দলের সঙ্গে আয়ারল্যান্ডে অবস্থান করলেও এই এলিট প্লেয়ার স্কিল ক্যাম্পের জন্য ডাকা দলে রাখা হয়েছে তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে। আরও আছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহানরাও।
এক বিবৃতিতে বিসিবি জানায়, ১২ মে থেকে ৩০ মে পর্যন্ত চলবে এই এলিট প্লেয়ারস স্কিল ক্যাম্প। তাসকিন ও ফরহাদ রেজার ব্যাপারে বলা হয়েছে, তারা দেশে ফিরলেই ক্যাম্পে যোগদান করবেন।
এলিট প্লেয়ারস স্কিল ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের তালিকা:
আনামুল হক, জহুরুল ইসলাম, শাদমান ইসলাম, মিজানুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হক, রকিবুল হাসান, ফজলে রাব্বি, আরিফুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান, তানভীর হায়দার, নাজমুল ইসলাম, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, ইরফান সুকুর, সালাউদ্দিন শাকিল, খালেদ আহমেদ, ইবাদাত হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, আবু হায়দার, তাসকিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
এমকেএম