শনিবার (২৪ আগস্ট) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টি আইনে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজও জিতে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা ইমার্জিং দল।
টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে সাইফের সঙ্গে নামা মোহাম্মদ নাইম মাত্র ৬ রানে ফিরলেও ব্যাট হাতে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান সাইফ।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন। ৭০ বলে ৬৮ রান করেন এই অলরাউন্ডার। আর ৩৯ করেছেন অধিনায়ক শান্ত।
ব্যাটিংয়ে ঝড়ো শুরু করে শ্রীলঙ্কা। লঙ্কান ওপেনার নিশাঙ্কার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৪ ওভারেই ৩ উইকেটে ১৯৯ রান তুলে ফেলে সফরকারীরা। এ সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে ৭ উইকেটে জয় পায় লঙ্কান ইমার্জিং দল।
৮টি চার ও ৫ ছক্কায় ৭৮ বলে ১১৫ রানে অপরাজিত থাকা নিশাঙ্কা হন ম্যাচসেরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমকেএম/এমএইচএম