বুধবার (১১ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, যেহেতু টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ কম সেহেতু নেতৃত্বটা উপভোগ করছে না সাকিব।
শুধু তাই নয়, পাপন মনে করেন টেস্টের প্রতি সাকিব আগ্রহী নন।
পাপন আরও বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমি কিছু শুনিনি। এমন হতে পারে যে অধিনায়কত্ব হলে তো টেস্টে খেলতেই হবে। আর অধিনায়ক না হলে তো টেস্ট না খেললেও পারা যায়। তাই হয়তো অধিনায়কত্বের কথাই বলেছে সে। ’
তবে পাপন মনে করেন সাকিব এখন সেরা অধিনায়ক। এজন্যই বোর্ড তার ওপর দায়িত্ব দিয়েছে। তবে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পাপন সাকিবের বাসায় গিয়ে তার সাথে কথা বলেন। তখনও সাকিব এ নিয়ে বোর্ড সভাপতিকে কিছু জানাননি।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
আরএআর/এমএমএস