ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, ত্রিদেশীয় সিরিজ বলেই প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ।
দলে বিশ্বমানের ক্রিকেটার আছে, তাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা। এমনটাই বললেন ডমিঙ্গো, ‘সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ খুব ভালো দল। যে কোনো দলকে হারাতে পারে তারা। রেকর্ড তাই বলে। গত বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ অভিজ্ঞতার দিক দিয়ে দ্বিতীয় সেরা দল ছিল। মানের দিক দিয়ে কোনো ঘাটতি নেই, অভিজ্ঞতার দিক দিয়ে কোনো ঘাটতি নেই। তাই আমি মনে করি আমাদের খেলাটা খেলতে পারলেই ভালো করতে পারবো। ’
জিম্বাবুয়ের বিপক্ষে সর্শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হেরেছে। মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য একটু এগিয়ে বাংলাদশ (ব্যবধান ৫-৪)। তবে জিততে হলে মাঠে সেরাটা দিতে হবে বলেই মনে করেন ডমিঙ্গো, ‘টি-টোয়েন্টেতে সবকিছুই সম্ভব। একটি নির্দিষ্ট দিনে মাঠে যে ভালো খেলবে তারাই জিতবে। আমরাও ভালো একটা পারফরম্যান্সের অপেক্ষায় আছি। আমি কোনো নিশ্চয়তা দেবো না কালকের জন্য। তবে এটুকু বলতে পারি যে সেরাটা দিয়ে ভালো কিছুর চেষ্টা করবো। ’
আফগানদের বিপক্ষে পেসারবিহীন একাদশ সাজিয়ে উইকেট তুলে নিতে যুদ্ধ করতে হয়েছে বাংলাদেশকে। তাই টি-টোয়ন্টির একাদশে পেসার রাখার পক্ষে কোচ। তিনি বলেন, ‘এটা ভিন্ন ফরম্যাট, ভিন্ন কন্ডিশন। অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমি মনে করি পেসার খেলানো উচিত এবং এটা খুই গুরুত্বপূর্ণ। তাই বলার কোনো অপেক্ষাই রাখে না যে পেসার খেলানো হবে। ’
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
আরএআর/এমএইচএম