শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৪ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৯ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।
১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি। রান তোলার গতিও কমে যায়।
রেগিস চাকাবভা শেষ দিকে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৯ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। চাকাবভা অপরাজিত ২২ বলে ৪২ রান করেন। এছাড়া ব্রেন্ডন টেইলর ২৭ ও রায়ান বার্ল ২৫ রান করেন।
আফগানিস্তানের ফরিদ মালিক ও রশিদ খান ২টি এবং করিম জানাত ও গুলবাদিন নাইব ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাজিবুল্লাহ জাদরানের ৩০ বলে ঝড়ো ৬৯ রানের সুবাদে ১৯৭ রান করে আফগানরা। জাদরানের ইনিংসটি সাজানো ছিল ৬ ছক্কা ও ৫ চারে। এছাড়া ৪৩ রান করেছেন ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। ৩৮ রান এসেছে মোহাম্মদ নবীর ব্যাট থেকে।
জিম্বাবুয়ের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন টেন্ডাই চাতারা ও শন উইলিয়ামস।
বাংলাদেম সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
আরএআর/ইউবি