বৃষ্টি বাগড়ায় রিজার্ভ ডে’তে গড়ানো ম্যাচে শুক্রবার (২০ সেপ্টেম্বর) শুরুতে ব্যাট করতে নেমে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। কিন্তু লাখনৌতে এই মাঝারি লক্ষ্য পার হতে গিয়ে মাত্র ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
বাংলাদেশের সর্বনাশের চূড়ান্ত হয় যখন ইনজুরিতে মাঠ ছাড়েন জাকির (৪৮)। এরপর মেহেদী হাসান ও আরিফুল (৩৮) ফের চেষ্টা করেন জুটি গড়তে। কিন্তু এই জুটি ভাঙতেই শেষের শুরু। ২৪ রানে বাকি ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।
ভারতের শুভাং হেজ, ঋত্বিক শোকিন ও ইয়াশাসভি জইসওয়াল প্রত্যেকেই ২টি করে উইকেট তুলে নেন।
এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা ভালো হতে দেয়নি বাংলাদেশ। আবু হায়দারের বলে শূন্য হাতে ওপেনার ইয়াশাসভি বিদায় নেওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। তবে দ্বিতীয় উইকেটে মাধব কৌশিককে সঙ্গে নিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান শারাথের ৬৪ রানের জুটির পর ফের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত আরিয়ানের ৬৯ ও শারাথের ৪২ রানের ইনিংসে ভর করে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ১৯২ রানে থামে ভারত।
বাংলাদেশের মেহেদী হাসান ২৯ রান খরচে পেয়েছেন ৩ উইকেট আর ২ উইকেট গেছে আবু হায়দার রনির দখলে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএইচএম