ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রয়োজনে অধিনায়কত্ব করতে প্রস্তুত মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
প্রয়োজনে অধিনায়কত্ব করতে প্রস্তুত মাহমুদউল্লাহ

সম্প্রতি সংবাদ মাধ্যমে একাধিকবার সাকিব আল হাসান জানিয়েছেন তিনি অধিনায়কত্ব করতে চান না। এতে তার পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ে। মুশফিকুর রহিম তো আগেই না করে দিয়েছেন। ২০১৭ সালে মুশফিকের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছিল বিসিবি। তাই দ্বিতীয়বার আর ভুল করবেন না মুশফিক।

তামিম ইকবাল করবেন কি-না তা সময় বলে দেবে। কিন্তু মাহমুদউল্লাহ অধিনায়কত্ব ফিরিয়ে দেবেন না বলে জানিয়েছেন।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মাহমুদউল্লাহ বলেন, আসলে এটা একটা বড় দায়িত্ব এবং সম্মান। কারও মন্তব্য নিয়ে কিছু বলার নেই। তবে ভবিষ্যতে যদি এ ধরনের দায়িত্ব বা চ্যালেঞ্জ আসে আমার সামনে, তবে কেন নয়?

গত বছর জানুয়ারিতে দেশের মাঠে শ্রীলঙ্কা সিরিজে সাকিবের ইনজুরির কারণে দায়িত্ব নিতে হয়েছিল মাহমুদউল্লাহকে। এরপর তার নেতৃত্বেই কলম্বোয় নিদাহাস ট্রফিও খেলেছিল বাংলাদেশ। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
 
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।