সাকিব ছাড়াও এই আসরে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন ক্রিস গেইল, স্টিভ স্মিথ, রশিদ খান, ওয়েন মর্গ্যান, কাইরন পোলার্ড, কুইন্টন ডি কক, অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসন, ফাফ দু প্লেসি, কাগিসো রাবাদা, মিচেল স্টার্ক, বাবর আজম, ডেভিড ওয়ার্নার ও সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মতো তারকারা।
ড্রাফটের ছোট তালিকা থেকে প্রতি দল ৩ জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে।
আগামী বছরের ১৭ জুলাই-১৬ আগস্ট পর্যন্ত চলবে ‘দ্য হানড্রেড’র প্রথম আসর। ১০০ বলের এই টুর্নামেন্টে আটটি শহরভিত্তিক দল অংশগ্রহণ করবে। এই আট দল হলো- লন্ডন (দুটি দল), বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, নটিংহ্যাম, কার্ডিফ এবং সাউদাম্পটন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমএইচএম