গায়ানার দেওয়া ৬ উইকেটে ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকা ১৬.৩ ওভারে গুটিয়ে গেছে মাত্র ৭৯ রানে।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামা গায়ানাকে শুরুতে অবশ্য বড় ধাক্কা দেয় জ্যামাইকা।
দলীয় ৮ রানের মাথায় পরপর ৪ বলে ৪ উইকেট হারানো গায়ানাকে খাদের কিনার থেকে উদ্ধার করেন অধিনায়ক শোয়েব মালিক। তাকে সঙ্গ দেন শেরফানে রাদারফোর্ড (৪৫)। দু’জনে মিলে গড়েন ৮২ রানের জুটি। শেষ পযর্ন্ত ৪৫ বল খেলে ৭৩ রানে অপরাজিত ছিলেন মালিক। পাকিস্তানি অলরাউন্ডারের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ২ ছক্কায়। শেষ দিকে ক্রিস গ্রিন ২ এবং কিমো পলের ১৮ রানের কল্যাণে ২০ ওভারে ১৫৬ রান করে গায়ানা।
১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা জ্যামাইকাকে শুরুতে বিপদে ফেলে দেন ক্রিস গ্রিন। অধিনায়ক ক্রিস গেইলকে গোল্ডেন ডাক উপহার দেন তিনি। এরপর জুটি গড়ার চেষ্টা করেন গ্লেন ফিলিপস (২১) ও চাদভিক ওয়াল্টন (৮)। ইমরান তাহিরের বলে ওয়াল্টন বিদায় নিলে ব্যাটিংয়ে নামের লিটন দাস। ফিলিপসের সঙ্গে ২০ রানের জুটি গড়েন তিনি।
সাবেক প্রোটিয়া স্পিনার তাহির নিজের দ্বিতীয় শিকার বানান টেভন গ্রিফিথকে (১১)। এর পরপরই বিদায় নেন ডোয়াইন স্মিথ (২) ও ইমরান খান (০)। দলের বিপর্যয়ের মুখে লড়াই চালানোর চেষ্টা করেন লিটন। কিন্তু তিনিও সপ্তম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন দলীয় ৬৭ রানে। লিটনের ২৫ বলে ২১ রানের ইনিংসটি সাজানো ছিল ২ চারে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো জ্যামাইকা শেষ পযর্ন্ত থামে ৭৯ রানে।
গায়ানার হয়ে ৩ উইকেট নেন ইমরান তাহির। দুইটি করে উইকেট নিয়েছেন কায়েস আহমেদ ও কিমো পল।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
ইউবি